বাগাতিপাাড়ায় চাঁদা না পেয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা, আটক-৩

- আপডেট সময় : ০৮:০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১০৩৭ বার পড়া হয়েছে
বাগাতিপাাড়ায় চাঁদা না পেয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা, আটক-৩
নাটোরের বাগাতিপাড়ায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে নন্দীকুজা উচ্চ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিসহ অন্যদের ওপর হামলার ঘটনায় আলতাহ হোসেন, মাহাবুর রহমান মাবিল এবং রাসেল আলী নামের তিনজনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
শনিবার (৩১ মে) বিকেলে উপজেলা দয়ারামপুর ইউনিয়নরে নন্দীকুজা এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করে সেনাবাহিনীর একটি দল। এ ঘটনায় নন্দীকুজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে শনিবার দিবাগত মধ্যরাতে চার জনের নাম উল্লেখ করে বাগাতিপাড়া থানায় একটি এজাহার দাখিল করেন।
জানা যায়, উপজেলার নন্দীকুজা উচ্চ বিদ্যালয়ে পূর্বে নির্ধারিত সময় অনুযায়ি শনিবার সকালে পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী ও কম্পিউটার ল্যাব অপারেটর এই তিনটি পদে নিয়োগ পরীক্ষা চলছিল। লিখত পরীক্ষা শেষে অফিস কক্ষে ভাইভা চলছিল এমন সময়ে নন্দীকুজা গ্রামেরই আলতাহ হোসেন, মাহাবুর রহমান মাবিল, রাসেল আলী এবং ফায়সাল নামের চারজন এসে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি করে না পেয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি এটিএম আব্দুর সাত্তার সহ অন্যান্য শিক্ষকদের মারপিট করে আহত তারা। পরে স্থানীয়রা টের পেয়ে পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের উদ্ধার করে।
প্রধান শিক্ষকের ওপর হামলার খবরে ঘটনার দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ জনের মধ্যে ৩ জনকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন সেনাবাহিনীর একটি দল।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান শিক্ষকের দায়ের করা এজাহারের প্রেক্ষিতে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে রোববার (১ জুন) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।