বাগাতিপাড়া পৌরসভায় সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া পৌরসভায় সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত
নাটোরের বাগাতিপাড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে পৌরসভার কার্যালয়ে বাজেট ঘোষণা অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা।

২০২৫-২৬ অর্থ বছরে ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৯ কোটি ৬৮ লক্ষ ৯২ হাজার ৭৪৬ টাকা, এবং ব্যয়ও ধরা হয়েছে ৯ কোটি ৬৮ লক্ষ ৯২ হাজার ৭৪৬ টাকাটাকা,আয়-ব্যয় সমান হওয়াতে সমাপনী স্থিতি নেই বলে জানান প্রশাসক।
অনুষ্ঠানে এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূচনা মনোহরা, প্রাথমিক শিক্ষা অফিসার সাবরিনা আনাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, উপজেলা প্রকৌশলী অনুপ কুমার ঘোষ, বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিয়াজুল ইসলাম, বাগাতিপাড়া পৌর প্রকৌশলী শহিদুল আলমসহ পৌরসভার অনন্য স্টাফবৃন্দ।