বাগাতিপাড়ায় ২/৩ দিনের টানা বৃষ্টিতে স্থবির জনজীবন; ১৬ ঘন্টার লোডশেডিংয়ে দূর্ভোগ

- আপডেট সময় : ১২:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় ২/৩ দিনের টানা বৃষ্টিতে স্থবির জনজীবন; ১৬ ঘন্টার লোডশেডিংয়ে দূর্ভোগ
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের কারণে নাটোরের বাগাতিপাড়ায় শনিবার থেকে টানা দুদিনের বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। শনিবার ও রোববার সারাদিন ব্যাপী থেমে থেমে বৃষ্টি ঝরেছে। কখনও মুষলধারে আবার কখনও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে দূর্ভোগ সৃষ্টি হয়েছে। সোমবারেও মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঝরেছে বৃষ্টি। সড়কে কমে গেছে যান চলাচল। এতে করে বিপাকে পড়েছেন এই উপজেলার নিম্ন আয়ের মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। এদিকে বৃষ্টির দুর্ভোগের সাথে যুক্ত হয়েছে টানা ১৬ ঘন্টার লোডশেডিং। শনিবার সারাদিন বিদ্যুৎবিহীন ছিলেন উপজেলাবাসী। রোববারও জনজীবনকে দূর্বীষহ করে তুলেছে বিদ্যুতের লুকোচুরি খেলা।
স্থানীয়রা জানান, শনিবার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। খুব বেশি প্রয়োজন ছাড়া সাধারন মানুষ বাইরে যাচ্ছেন না বললেই চলে। শ্রমজীবী মানুষেরা পড়েছেন বিপাকে। তারা কাজে বের হতে পারছেন না। তাছাড়াও অটোভ্যান ও ইজিবাইক চালকরা জীবিকার তাগিদে বাইরে বের হলেও কাঙ্খিত যাত্রী পাচ্ছেন না। স্বাভাবিকের তুলনায় কম যাত্রী নিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়াও বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় শনিবার সকাল ৭ টা থেকে বিদ্যূৎহীন হয়ে পড়ে পুরো উপজেলা। কোথাও কোথাও সন্ধ্যা ৬টায় সংযোগ পেলেও উপজেলার বেশিরভাগ এলাকায় রাত ১১টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিল। এছাড়াও রোববারও লুকোচুরি খেলছে বিদ্যুৎ।

এদিকে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা জানান, দুদিনের বৃষ্টিতে সপ্তাহের প্রথম কার্যদিবসে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম ছিল। শিক্ষকরা এলেও বেশিরভাগ শিক্ষার্থীরাই ঘর থেকে বের হয়নি।
কৃষকরা জানান, উপজেলায় টানা দুদিনের বৃষ্টিতে ফসলের ক্ষেতে পানি জমা হলে তা হয়তো তেমন ক্ষতি করবেনা। তবে সবজি ক্ষেতে জলাবদ্ধতা হলে তাতে কিছুটা ক্ষতির আশংকা করছেন।
কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় বলেন, বৃষ্টির পানিতে এই উপজেলার ফসলের তেমন ক্ষতির সম্ভাবনা নেই।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগাতিপাড়া সাবজোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মোঃ মুনজুর রহমান জানান, ঝড়-বৃষ্টির কারনে বিভিন্ন স্থানে খুঁটি ভেঙ্গে গেছে, কোথাও তার ছিঁড়ে পড়েছে। এছাড়াও মিটার ভেঙ্গে পড়ার কারনে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।