ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের মহাদেবপুরে চেরাগপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সন্মাননা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চায় বিএনপি মহাদেবপুরে বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মহাদেবপুরে এলজিইডি’র উদ্যোগে দুঃস্থ নারীদের সঞ্চিত অর্থের চেক বিতরণ রাণীশংকৈলে ১৬ বছর পরে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত দিনাজপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শেরপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় ২৮ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৩০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ২৮ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত!

নাটোরের বাগাতিপাড়ায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৫৬ টি। এই ৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ২৮ টিতেই দীর্ঘদিন থেকে পদ শূন্য রয়েছে প্রধান শিক্ষকের। আবার অনেক বিদ্যালয়ে দীর্ঘ ৫ থেকে ৮ বছর ধরে প্রধান শিক্ষক নাই। এর ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম। বাগাতিপাড়া উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৬ টিতে প্রধান শিক্ষক কর্মরত আছেন। অপরদিকে ২৮ টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। আর বাকি দুটি ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের নামো হাটদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাঁকা ইউনিয়নের তকিনগর সরকারি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক পদ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তাই উপজেলায় অর্ধেকের বেশি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, প্রায় ১০-১১ বছর ধরে প্রাথমিক বিদ্যালয় গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রায় বন্ধই রয়েছে। এছাড়া দেশের প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা অনেক কম। এরমধ্যে আবার প্রধান শিক্ষকের পদ শূন্য হলে একজন সহকারী শিক্ষককে ওই পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়। আর ওই দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে বিভিন্ন মিটিং, অফিসের রুটিন কাজ এবং বিভিন্ন প্রয়োজনে শিক্ষা অফিসে যাতায়াত করতে হয়। ফলে তাঁর নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যহত হয় এবং বাকি শিক্ষকদের উপর পাঠদানের বিষয়ে বাড়তি চাপ সৃষ্টি হয়। আবার প্রধান শিক্ষক না থাকলে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমও ব্যহত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণেও বাধার সম্মুখীন হয়ে থাকেন। ফলে দীর্ঘ সময় উপজেলার অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকাতে প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

উপজেলার ভিতর ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, প্রায় আট বছর থেকে তাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। এরফলে শ্রেণী পাঠদানের পাশাপাশি প্রধান শিক্ষকের সকল কাজকর্ম তাঁকে করতে হয়। এছাড়া বিদ্যালয়টিতে এখন তিনিসহ মাত্র চারজন শিক্ষক রয়েছেন। ফলে কোন শিক্ষক ছুটিতে থাকলে এবং তাঁকে অফিসের কাজে কোথাও যেতে হলে বা অফিসের রুটিন কাজে ব্যস্ত থাকলে শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হয়। তাই শিক্ষার সুষ্ঠ পরিবেশ তৈরিতে প্রধান শিক্ষক নিয়োগ জরুরি বলে তিনি মনে করেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রধান শিক্ষক বলেন, একজন সহকারী শিক্ষক যখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকেন তখন অনেক সহকারী শিক্ষকরা মনস্তাত্বিক ভাবে তাঁকে মেনে নেয়না। ফলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় এবং শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যহত হয়। তিনি আরো বলেন, প্রধান শিক্ষক না থাকলে এমনিতেই শিক্ষক ঘাটতি দেখা দেয়। তার উপরে আবার একজন সহকারী শিক্ষককে যখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয় তখন বিভিন্ন কাজে তিনিও ব্যস্ত থাকায় শ্রেণী কার্যক্রম মারত্মক ভাবে ব্যহত হয় এবং শিক্ষার্থীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম বলেন, প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় সারাদেশেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে এই সমস্যা কেটে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ২৮ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত!

আপডেট সময় : ০৮:৩০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

বাগাতিপাড়ায় ২৮ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত!

নাটোরের বাগাতিপাড়ায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৫৬ টি। এই ৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ২৮ টিতেই দীর্ঘদিন থেকে পদ শূন্য রয়েছে প্রধান শিক্ষকের। আবার অনেক বিদ্যালয়ে দীর্ঘ ৫ থেকে ৮ বছর ধরে প্রধান শিক্ষক নাই। এর ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম। বাগাতিপাড়া উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৬ টিতে প্রধান শিক্ষক কর্মরত আছেন। অপরদিকে ২৮ টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। আর বাকি দুটি ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের নামো হাটদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাঁকা ইউনিয়নের তকিনগর সরকারি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক পদ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তাই উপজেলায় অর্ধেকের বেশি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, প্রায় ১০-১১ বছর ধরে প্রাথমিক বিদ্যালয় গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রায় বন্ধই রয়েছে। এছাড়া দেশের প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা অনেক কম। এরমধ্যে আবার প্রধান শিক্ষকের পদ শূন্য হলে একজন সহকারী শিক্ষককে ওই পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়। আর ওই দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে বিভিন্ন মিটিং, অফিসের রুটিন কাজ এবং বিভিন্ন প্রয়োজনে শিক্ষা অফিসে যাতায়াত করতে হয়। ফলে তাঁর নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যহত হয় এবং বাকি শিক্ষকদের উপর পাঠদানের বিষয়ে বাড়তি চাপ সৃষ্টি হয়। আবার প্রধান শিক্ষক না থাকলে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমও ব্যহত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণেও বাধার সম্মুখীন হয়ে থাকেন। ফলে দীর্ঘ সময় উপজেলার অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকাতে প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

উপজেলার ভিতর ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, প্রায় আট বছর থেকে তাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। এরফলে শ্রেণী পাঠদানের পাশাপাশি প্রধান শিক্ষকের সকল কাজকর্ম তাঁকে করতে হয়। এছাড়া বিদ্যালয়টিতে এখন তিনিসহ মাত্র চারজন শিক্ষক রয়েছেন। ফলে কোন শিক্ষক ছুটিতে থাকলে এবং তাঁকে অফিসের কাজে কোথাও যেতে হলে বা অফিসের রুটিন কাজে ব্যস্ত থাকলে শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হয়। তাই শিক্ষার সুষ্ঠ পরিবেশ তৈরিতে প্রধান শিক্ষক নিয়োগ জরুরি বলে তিনি মনে করেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রধান শিক্ষক বলেন, একজন সহকারী শিক্ষক যখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকেন তখন অনেক সহকারী শিক্ষকরা মনস্তাত্বিক ভাবে তাঁকে মেনে নেয়না। ফলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় এবং শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যহত হয়। তিনি আরো বলেন, প্রধান শিক্ষক না থাকলে এমনিতেই শিক্ষক ঘাটতি দেখা দেয়। তার উপরে আবার একজন সহকারী শিক্ষককে যখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয় তখন বিভিন্ন কাজে তিনিও ব্যস্ত থাকায় শ্রেণী কার্যক্রম মারত্মক ভাবে ব্যহত হয় এবং শিক্ষার্থীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম বলেন, প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় সারাদেশেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে এই সমস্যা কেটে যাবে।