বাগাতিপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু

- আপডেট সময় : ১২:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাব (৭০) নামে ডেঙ্গু রোগ আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত হিসাব পার্শ্ববর্তী লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের চকশোভ গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
মৃতের নাতি সুমন সংবাদকর্মীকে জানান, বেশ কয়েক দিন যাবত তার শরীরের জ্বর আক্রান্ত ছিল। গত ২২ জানুয়ারি উন্নতি চিকিৎসার জন্য রাজশাহী এক পাইভেট ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার কে দেখানোর পরে প্রেসক্রিপশন করে নিয়ে বাসায় এসে অ্যান্টিবায়োটিক ইনজেকশন চলছিল। হঠাৎ ২৯ জানুয়ারি বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থা অবনতি হলে স্থানীয় ডাক্তারদের পরামর্শে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসে ভর্তি করে। সেখানে পরীক্ষা নীরিক্ষা করে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত ১১ টায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রেজাউল করিম জানান, বাসায় চিকিৎসা চলাকালীন অবস্থায় রোগীর অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। তার পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্র দেখে ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট না থাকলে আমরা ডেঙ্গু পরীক্ষা করিয়ে থাকি। তাতে তার রিপোর্টে ডেঙ্গু পজেটিভ আসে। তাৎক্ষণিক আমরা ডেঙ্গুর চিকিৎসা শুরু করলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।