বাগাতিপাড়ায় স্কুল পর্যায়ে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

- আপডেট সময় : ০১:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় স্কুল পর্যায়ে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা
নাটোরের বাগাতিপাড়ায় স্কুল পর্যায়ের ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এই ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলায় ছিলো কাবাডি, দাবা ও সাঁতার। মঙ্গলবার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসায় মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
কাবাডি খেলায় বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং লোকমানপুর উচ্চ বিদ্যালয় রানারস আপ হয়। অন্যদিকে মেয়েদের খেলায় তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পেড়াবাড়িয়া মাদ্রাসা রানারস আপ হয়। খেলা শেষে মাদ্রাসার হল রুমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইউএনও অনামিকা নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন এসিল্যান্ড সুরাইয়া মমতাজ, একাডেমিক সুপারভাইজার সালাউদ্দিন ডলার, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি সুপারিনটেনডেন্ট শামসুল আরেফিন, সাধারন সম্পাদক সুপারিনটেনডেন্ট আকরাম হোসেন, প্রধান শিক্ষক কায়ছার ওয়াদুদ বাবর প্রমুখ।