বাগাতিপাড়ায় সাহায্যের আবেদনের ২ দিন পরই ক্যান্সারে আক্রান্ত মিঠুনের মৃত্যু

- আপডেট সময় : ১২:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২৮৩ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় সাহায্যের আবেদনের ২ দিন পরই ক্যান্সারে আক্রান্ত মিঠুনের মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় সাহায্যের আবেদনের মাত্র দু’দিন পরই মারা গেছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করা সেই তরুন সাহা ওরফে মিঠুন। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত ২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় তার শেষকৃত্যানুষ্ঠান হয়। মিঠুন উপজেলার জামনগর তিলিপাড়া গ্রামের মোহিত সাহার ছেলে। পেশায় তিনি ছিট-কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, মাসখানেক পূর্বে হঠাৎ করেই শরীরে জটিলতা দেখা দেয়। বড় ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সন্দেহ থেকে ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের নিজের শরীরের পরীক্ষা-নিরীক্ষা করান। সেখানে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসক জানিয়েছিলেন, তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত। দ্রুত তার কেমো থেরাপি দিতে হবে। চিকিৎসার জন্য ৮ থেকে ১০ লক্ষ টাকার প্রয়োজন ছিল। আর্থিক সঙ্গতি না থাকায় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে গত রোববার বিত্তবানসহ সকলের কাছে সহায়তার আবেদন জানিয়েছিলেন। তার আবেদনে তেমন সাড়া মেলেনি। তবে স্থানীয় সরকারি কলেজের শিক্ষক মুনজুরুল ইসলাম লিটনের উদ্যোগে একটি সহায়তা সংগ্রহে একটি টিম গঠন করা হয়। কিন্তু সোমবার শারিরীক অবস্থা খারাপ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওই দিনগত রাত ২ টার দিকে তিনি মারা যান।
মিঠুনের দুই সন্তানের বড় ছেলে কৃষ্ণ এসএসসি পরীক্ষার্থী এবং ছোট ছেলে কুষ চতুর্থ শ্রেনীর ছাত্র। বৃদ্ধ শ্বাশুড়ি ও সন্তানদের নিয়ে মিঠুনের স্ত্রী নিপা রানী সাহা এখন কি করবেন তা নিয়ে দিশেহারা। স্থানীয় জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ক্যান্সার আক্রান্ত মিঠুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।