বাগাতিপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

- আপডেট সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগ যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার বড়াল সভাকক্ষে জাতির সূর্য সন্তান শহীদের স্বরণে ১ মিনিট নিরবতার মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হা- মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ সহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ আরো অনেকেই।
এসময় বক্তব্য রাখেন, বাগাতিপাড়ার বীর মুক্তিযোদ্ধার বর্তমান কমান্ডার আজিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সূরাইয়া মমতাজ,বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল হক,কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, আনসার ভিডিপি অফিসার রুহুল আমিন, পেড়াবাড়িয়া দাখিল মাদরাসা সুপার শামসুল আরেফিন প্রমূখ।