বাগাতিপাড়ায় রাতে পান খেতে গিয়ে সাপের দং শ নে বৃদ্ধার মৃত্যু

- আপডেট সময় : ০৮:২৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৮২৯ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় রাতে পান খেতে গিয়ে সাপের দং শ নে বৃদ্ধার মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় রাতে পান খেতে গিয়ে বিষাক্ত সাপের দংশনে খরপি বেওয়া (৬৪) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর দক্ষিণ পাড়া এলাকায় বৃদ্ধার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত খরপি বেওয়া ওই এলাকার মৃত নাদের আলীর স্ত্রী ছিলেন।
পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে খরপি বেওয়া প্রতিদিনের মতো রাতের খাবার খাওয়ার পরে পান খাওয়ার জন্য ঘরের কোনায় রাখা পানের বাটার কাছে গিয়ে বসেন। এসময় সেখানে আগে থেকেই থাকা একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। পরিবারের লোকজন কিছুক্ষণ পরে বিষয়টি বুঝতে পেরে তার অবস্থা খারাপ দেখে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন বলেন, গত রাতে বিষাক্ত সাপে কামড় দেওয়া মৃত একজন বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার শরীরে বিষাক্ত সাপের কামড়ের চিহ্ন ছিল। হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।