বাগাতিপাড়ায় যুব ও উদ্যোক্তা সমাবেশ ও পন্য প্রদর্শনী অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় যুব ও উদ্যোক্তা সমাবেশ ও পন্য প্রদর্শনী অনুষ্ঠিত
নাটোরের বাগাতিপাড়ায় তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে যুব ও উদ্যোক্তা সমাবেশ ও পন্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মিলনায়তনে যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুরের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে যুব ও উদ্যোক্তা সমাবেশ ও পন্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মেডিক্যাল অফিসার ইসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, ছাত্র প্রতিনিধি মোনায়েম ইসলাম, মাশরাফি বিন মোস্তফা সাফাত, স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এসময় বাগাতিপাড়া যুব উন্নয়ন কার্যালয় থেকে প্রশিক্ষিত যুব ও উদ্যোক্তা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোক্তারা বিভিন্ন পন্য প্রদর্শনী করেন।
অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় সেখানে নৃত্য ও লোকশিল্প পরিবেশনা করেন স্থানীয় শিল্পীরা।