বাগাতিপাড়ায় মা দ কা স ক্ত ছেলের বিরুদ্ধে মাকে হ-ত্যা-র অভিযোগ
- আপডেট সময় : ১০:৩৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ২১২ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় মা দ কা স ক্ত ছেলের বিরুদ্ধে মাকে হ-ত্যা-র অভিযোগ
নাটোরের বাগাতিপাড়ায় সেলিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে গোলাম কিবরিয়া ওরফে বুলবুল (৩৩)এর বিরুদ্ধে। গোলাম কিবরিয়া বুলবুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টেটনপাড়া গ্রামে নিহত বৃদ্ধার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। পুলিশের ধারণা ছেলে মাদকাসক্ত হওয়ায় পারিবারিক সমস্যার কারণে শনিবার দিবাগত রাতের কোন এক সময় বৃদ্ধা মায়ের মাথায় ধারলো অস্ত্র দিয়ে কোপ দিয়ে মাকে হত্যা করেছে ছেলে বুলবুল। নিহত বৃদ্ধা মা সেলিনা বেগম ওই এলাকার মৃত তসলিম আলীর স্ত্রী।
স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত বৃদ্ধা সেলিনা বেগম তার মানসিক প্রতিবন্ধী ছেলে গোলাম কিবরিয়া ওরফে বুলবুলকে নিয়ে টেটনপাড়া গ্রামে নিজ বাড়িতেই থাকতেন। সেলিনা বেগম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ছেলে মাদকসেবী হওয়ায় তিনি তার অসুস্থতা নিয়ে প্রতিদিন ভোরে ফজরের নামাজ শেষে তার মেয়েদের সঙ্গে মোবাইলে কথা বলতেন। রোববার সকালে মা যোগাযোগ না করায় এবং তাদের প্রতিবন্ধি ভাইয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় মেয়েরা উদ্বিগ্ন হয়ে ওঠে। এদিকে স্থানীয়রা সকাল থেকে সেলিনাকে দেখতে পেয়ে পাশের বাড়ির লোকজন জালানা দিয়ে তার শোবার ঘরের খাটের ওপর রক্তাত্ব মরদেহ পরে থাকতে দেখতে পায়। পরে স্থানীয়রা স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে থানায় খবর দেয়া দিয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধা মায়ের মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পরে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে পাশের এক গ্রাম থেকে মাদকাসক্ত ছেলে গোলাম কিবরিয়া ওরফে বুলবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান বলেন, ধারালো কোন অস্ত্র দিয়ে মা সেলিনা বেগমের মাথায় করে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন। আর বুলবুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ওসি আরও বলেন, অতিরিক্ত মাদক সেবনের কারনে নিহত বৃদ্ধার ছেলে গোলাম কিবরিয়া ওরফে বুলবুলের কিছুটা মানসিক সমস্যা হয়ে যায়। সেকারণে তার এলাকার লোকজন তাকে মানসিক প্রতিবন্ধী বা পাগল বলেই জানে।