সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির এক মাসের কারাদন্ড
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০২:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির এক মাসের কারাদন্ড
নাটোরের বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে মো. আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আালত। বুধবার বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকায় এক অভিযান চালিয়ে এই সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত মো. আব্দুল হান্নান উপজেলার চকহরিরামপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনা বাহিনীর একটি দল অভিযান চালিয়ে মান্নানকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। এসময় তার কাছে থাকা ১০ গ্রাম গাঁজা ও ২টি কল্কি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অনামিকা নজরুল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদন্ডের আদেশ দেন।