বাগাতিপাড়ায় মসজিদের ইমাম নিয়োগ নিয়ে মারপিট, আহত ৩

- আপডেট সময় : ১২:৪৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৩৬৯ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় মসজিদের ইমাম নিয়োগ নিয়ে মারপিট, আহত ৩
নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের ইমাম নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে মারপিট করার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) জুম্মার নামাজের সময় উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। এতে ওই এলাকারই মফিজ উদ্দিন (৪২), হাসিব আলী (৩৫) এবং মহাসিন (৪০) নামের তিনজন আহত হয়েছে। এতে করে জুম্মা’র নামাজ পন্ড হয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশকিছুদিন আগে পাঁচুড়িয়া জামে মসজিদে ইমাম নিয়োগের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি অনেক পর্যালোচনা করে স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার একজন শিক্ষককে ইমাম হিসেবে নিয়োগ দেয়ার জন্য একমত হন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারজন। সেই ইমাম জুম্মার নামাজ পড়াতে এলে মসজিদের ক্যাসিয়ার মোতালেব হোসেন ও তার ভাইয়েরা বাধা দেয়। এসময় মুসল্লিদের মাঝে হট্টগোল বাঁধে। এক পর্যায়ে মোতালেব হোসেন ও তার ভাইয়েরা মারপিট শুরু করে কয়েকজনকে আহত করে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ টিপু বলেন, মসজিদের ইমাম নিয়োগের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি অনেক পর্যালোচনা করে একজনকে নিয়োগের ব্যপারে চারজন একমত হয়। শুধু মসজিদের ক্যাসিয়ার ওই কমিটির সদস্য হিসেবে বিরধিতা করে। তারপরও চারজন একমত হওয়ায় ইমাম নিয়োগ দেওয়া হয়। সেই ইমাম জুম্মার নামাজ পড়াতে এলে তারা গন্ডগোল বাধায় এবং কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে মেরে আহত করে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, জমিজমা নিয়ে আগে থেকেই তাদের স্থানীয় একটি বিরোধ ছিল। তারপর মসজিদের ইমাম নিয়োগ নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এখন পরিবেশ শান্ত রয়েছে। পরবর্তীতে লিখত অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।