বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মোটরসাইকেল চালককে জরিমানা

- আপডেট সময় : ০৪:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মোটরসাইকেল চালককে জরিমানা
নাটোরের বাগাতিপাড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজন মোটরসাইকেল চালককে জরিমানা ও সচেতন মূলক প্রচারণা করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার মালঞ্চি বাজারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূরাইয়া মমতাজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়্কে চলার সময় স্টহিক নিয়ম না মেনে চলার কারণে সড়ক ও পরিবহন আইনে একজন মোটরসাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারে বিভিন্ন দোকানে ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনে কাগজপত্র, বিভিন্ন দোকানের মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী দেখা হয়। বিশেষ করে পলিথিন ব্যবহারে নিষেধ ও ইঞ্জিল চালিত ভ্যান (অটো ভ্যান) এল ই ডি লাইট ব্যবহারে সচেতন মূলক পরামর্শ প্রদান করা হয়। সাথে সাথে আগামী দিনে একই অপরাধ সংগঠিত হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমান আদালতের সময় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া মডেল থানার এস আই হেলালের নেতৃত্বে সঙ্গীও ফোর্স ও সার্জেন্ট সজিবের নেতৃত্বে সেনাবাহিনীর টিম।