ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে সমাজসেবার পুনর্বাসনে পাল্টে গেছে ভিক্ষুকদের জীবন প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে পঞ্চগড় কালেক্টর স্কুল জয়ী মান্দায় ইউএনওর অফিসের সামনে দোকান বসিয়ে কৃষকের প্রতিবাদ রাণীশংকৈলে ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার দুই গুলশানের বিলাসবহুল ভবনের বাসিন্দাদের তালিকায় টিউলিপের নাম পঞ্চগড়ে ২৪ টি দোকানে ঝুলছে তালা হতাশ ব্যবসায়ীরা গোদাগাড়ীতে ভাষার মাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট শুরু বাগাতিপাড়ায় আ’লীগকে সংগঠিত করার অভিযোগে ইউপি চেয়ারম্যানের কার্যালয় ভাংচুর রাণীনগরে নতুন স্কুল প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

বাগাতিপাড়ায় ভ্যান চালিয়ে সবার মন জয় করেছেন সুইডেনের রাষ্ট্রদূত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২৪৯ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ভযান চালানেন সুইডিশ রাষ্ট্রদূত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ভ্যান চালিয়ে সবার মন জয় করেছেন সুইডেনের রাষ্ট্রদূত!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় ভ্যান চালিয়ে সবার মন জয় করেছেন সুইডেনের রাষ্ট্রদূত! বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে নাটোরের বাগাতিপাড়ার স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মুক্ত খামারের আমন্ত্রণে এসে ২০০ মিটার ভ্যান চালিয়ে স্থানীয়দের মন জয় করে নিয়েছেন। সোমবার (২২ মে) সকাল সাড়ে ১০ টায় মুক্ত খামারের আমন্ত্রণে সুইডেনের রাষ্ট্রদূতসহ চারজনের প্রতিনিধি দল সেদেশের পতাকাবাহী গাড়িতে বাগাতিপাড়া সফরে আসেন। দিনব্যাপী মুক্ত খামার পরিচালিত কাউ ফাউন্ডার ইনিশিয়েটিভ (সিএফআই) প্রকল্পসহ খামারের সকল কার্যক্রম পরিদর্শণসহ উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শণ করেন তাঁরা।

পরিদর্শনের সময় বেলা সাড়ে ১১ টায় তাঁরা উপজেলার পৌর এলাকা নওশেরা মহল্লায় অবস্থিত ব্রিটিশ শাসনামলের নির্মিত নীলকরের স্মৃতিচিহ্ন কলকুঠি, সুইডেনের একজো নওশেরা প্রকল্পের পুরানো ঘর, স্যান্ডলন্ড/হোসেন ভবিষ্যতের ট্যানারি প্রকল্পের অবস্থান, গরুর নার্সারি/খামার এবং আম ও লিচু বাগান পরিদর্শন করেন। এ সময় আমপাড়ার পদ্ধতি দেখে মুগ্ধ হন সুইডেনের রাষ্ট্রদূত। শুধু তাই নয় নওশেরা গ্রামের মধ্যের রাস্তায় প্রায় ২০০ মিটার ভ্যান চালান বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে। তাঁর এই ভ্যান চালানো দেখে মুগ্ধ উপস্থিত স্থানীয়রা।

এর আগে প্রথমে সুইডেনের রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দল বাগাতিপাড়া পৌর ভূমি অফিসের পেছনে মুক্ত খামার কার্যালয়ে পৌঁছালে সেখানে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আযম খাঁন, মুক্ত খামারের এমডি ইমরুল আহমেদ তুলিন এবং পরিচালক আরিফুল ইসলাম কনক তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে দুপুরে পাঁকা ইউনিয়নের মাড়িয়া গ্রামে সিএফআই গ্রুপ (The cow funder initiative) গ্রাম পরিদর্শনের সময় প্রকল্পের সদস্যদের সাথে প্রকল্পের ব্যাপারে এক মুক্ত আলোচনায় অংশ নেন এবং নতুন সদস্যদের মাঝে গরুর বাছুর হস্তান্তর করেন তিনি। মধ্যাহ্নভোজের পরে জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বিকেলে ১৯৭৫ থেকে ১৯৭৯ সালে বাস্তবায়িত সুইডেনের একজো নওশেরা প্রকল্পের সোয়ালেজ এর সুবিধাভোগী উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামের “সুইডেন পাড়া” পরিদর্শন করেছেন।

এসময় তাঁর প্রতিনিধি দলে আরও ছিলেন, ঢাকা সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আন্না এসভেন্টসন, হেড অব এডমিন জ্যাকব ইটাট, ইন্টার্ন লিন ডাভরিন। এদিকে বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খাঁনের নেতৃত্বে পুলিশের একটি দল রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডসহ প্রতিনিধি দলের নিরাপত্তায় সার্বক্ষণিক তাদের সঙ্গে ছিলেন। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যার আগে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন তাঁরা।

মুক্ত খামারের এমডি ইমরুল আহমেদ তুলিন জানায়, সুইডেনের সিএফআই এবং তাদের যৌথ বিনিয়োগে মুক্ত খামার পরিচালিত হয়ে থাকে। মূলত তাঁরা সেই প্রকল্পটি সরেজমিনে দেখতে এসেছিলেন। এই প্রকল্পের কার্যক্রম কিভাবে আরও বাড়ানো যায় সেই বিষয়গুলো তাঁরা পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ভ্যান চালিয়ে সবার মন জয় করেছেন সুইডেনের রাষ্ট্রদূত!

আপডেট সময় : ০৪:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

বাগাতিপাড়ায় ভ্যান চালিয়ে সবার মন জয় করেছেন সুইডেনের রাষ্ট্রদূত!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় ভ্যান চালিয়ে সবার মন জয় করেছেন সুইডেনের রাষ্ট্রদূত! বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে নাটোরের বাগাতিপাড়ার স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মুক্ত খামারের আমন্ত্রণে এসে ২০০ মিটার ভ্যান চালিয়ে স্থানীয়দের মন জয় করে নিয়েছেন। সোমবার (২২ মে) সকাল সাড়ে ১০ টায় মুক্ত খামারের আমন্ত্রণে সুইডেনের রাষ্ট্রদূতসহ চারজনের প্রতিনিধি দল সেদেশের পতাকাবাহী গাড়িতে বাগাতিপাড়া সফরে আসেন। দিনব্যাপী মুক্ত খামার পরিচালিত কাউ ফাউন্ডার ইনিশিয়েটিভ (সিএফআই) প্রকল্পসহ খামারের সকল কার্যক্রম পরিদর্শণসহ উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শণ করেন তাঁরা।

পরিদর্শনের সময় বেলা সাড়ে ১১ টায় তাঁরা উপজেলার পৌর এলাকা নওশেরা মহল্লায় অবস্থিত ব্রিটিশ শাসনামলের নির্মিত নীলকরের স্মৃতিচিহ্ন কলকুঠি, সুইডেনের একজো নওশেরা প্রকল্পের পুরানো ঘর, স্যান্ডলন্ড/হোসেন ভবিষ্যতের ট্যানারি প্রকল্পের অবস্থান, গরুর নার্সারি/খামার এবং আম ও লিচু বাগান পরিদর্শন করেন। এ সময় আমপাড়ার পদ্ধতি দেখে মুগ্ধ হন সুইডেনের রাষ্ট্রদূত। শুধু তাই নয় নওশেরা গ্রামের মধ্যের রাস্তায় প্রায় ২০০ মিটার ভ্যান চালান বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে। তাঁর এই ভ্যান চালানো দেখে মুগ্ধ উপস্থিত স্থানীয়রা।

এর আগে প্রথমে সুইডেনের রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দল বাগাতিপাড়া পৌর ভূমি অফিসের পেছনে মুক্ত খামার কার্যালয়ে পৌঁছালে সেখানে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আযম খাঁন, মুক্ত খামারের এমডি ইমরুল আহমেদ তুলিন এবং পরিচালক আরিফুল ইসলাম কনক তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে দুপুরে পাঁকা ইউনিয়নের মাড়িয়া গ্রামে সিএফআই গ্রুপ (The cow funder initiative) গ্রাম পরিদর্শনের সময় প্রকল্পের সদস্যদের সাথে প্রকল্পের ব্যাপারে এক মুক্ত আলোচনায় অংশ নেন এবং নতুন সদস্যদের মাঝে গরুর বাছুর হস্তান্তর করেন তিনি। মধ্যাহ্নভোজের পরে জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বিকেলে ১৯৭৫ থেকে ১৯৭৯ সালে বাস্তবায়িত সুইডেনের একজো নওশেরা প্রকল্পের সোয়ালেজ এর সুবিধাভোগী উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামের “সুইডেন পাড়া” পরিদর্শন করেছেন।

এসময় তাঁর প্রতিনিধি দলে আরও ছিলেন, ঢাকা সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আন্না এসভেন্টসন, হেড অব এডমিন জ্যাকব ইটাট, ইন্টার্ন লিন ডাভরিন। এদিকে বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খাঁনের নেতৃত্বে পুলিশের একটি দল রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডসহ প্রতিনিধি দলের নিরাপত্তায় সার্বক্ষণিক তাদের সঙ্গে ছিলেন। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যার আগে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন তাঁরা।

মুক্ত খামারের এমডি ইমরুল আহমেদ তুলিন জানায়, সুইডেনের সিএফআই এবং তাদের যৌথ বিনিয়োগে মুক্ত খামার পরিচালিত হয়ে থাকে। মূলত তাঁরা সেই প্রকল্পটি সরেজমিনে দেখতে এসেছিলেন। এই প্রকল্পের কার্যক্রম কিভাবে আরও বাড়ানো যায় সেই বিষয়গুলো তাঁরা পরিদর্শন করেছেন।