বাগাতিপাড়ায় ভোক্তা আইনে তিন ডিম ব্যবসায়ীকে জরিমানা
- আপডেট সময় : ০২:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় ভোক্তা আইনে তিন ডিম ব্যবসায়ীকে জরিমানা
নাটোরের বাগাতিপাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা আইনে তিন ডিম ব্যবসায়ীকে এক হাজার করে তিন হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টা থেকে ঘন্টা ব্যাপী বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে তিন ডিম ব্যবসায়ীকে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলে এর সত্যতা নিশ্চিত করে বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম চালানো হয়। এসময় মালঞ্চি বাজারের মাসুদ, দয়ারামপুর বাজারের ইকবাল ও মারুফ নামের তিন ডিম ব্যবসায়ীর দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক হাজার টাকা করে তিনজনের মোট তিন হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
ইউএনও অনামিকা নজরুল আরও বলেন, এছাড়াও এই অভিযানের সময় কাঁচাবাজারে কাঁচা মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন সবজি বিক্রেতাকে সতর্কতা দেওয়া হয়। এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।