বাগাতিপাড়ায় বিষন্নতায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা!
- আপডেট সময় : ০২:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৬৪৬ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় বিষন্নতায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি.
নাটোরের বাগাতিপাড়ায় অতিরিক্ত বিষন্নতায় শিউলি খাতুন নামে ৩০ বছরের এক গৃহবধূ গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সোমবার ২২ এপ্রিল সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শিউলি খাতুন ওই এলাকার আব্দুল আজিজ মন্ডল শক্তির স্ত্রী। তার বাবার বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে।
পরিবারের বরাৎ দিয়ে পুলিশ জানায়, মৃত গৃহবধুর প্রথম পূত্র সন্তান হয়ে মারা যায়। পরে তার দুটি কণ্যা সন্তান হয়। দুটি কণ্যা সন্তান হলেও পূত্র সন্তান মারা যাওয়ার পর থেকেই সে বিষন্নতায় ভুগছিলেন। সেকারণে শশুর বাড়ি ও মায়ের বাড়ির সকলের সাথেই শিউলি খুব খারাপ আচরণ করতেন। ওই বিষন্নতা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ আরও জানান, ঘটনার দিন সকালে শিউলি সকলের অজান্তে ঘরের দরজা লাগিয়ে নিজের শয়নকক্ষের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের দরজা লাগানো দেখে সন্দেহ হয় তাদের। পরে ঘরের জানালা দিয়ে তাকে ঝুলতে দেখে ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্তা থেকে নামায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
এদিকে ময়নাতদন্তের পরে এদিন সন্ধ্যায় গৃহবধূ শিউলি খাতুনের লাশ তার মায়ের বাড়ি কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে বলে একটি সূত্রে জানা গেছে।