বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৩:১১:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ৩৮৪ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে শিশুর মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে শাফি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের স্বরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু শাফি ওই এলাকার পিন্টু আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশু শাফি বাড়িতেই খেলছিল। খেলা করতে করতে সকলের অজান্তে সে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। অনেক সময় থেকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরে শিশু শাফিকে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু রুজু করা হয়েছে।