বাগাতিপাড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা ও ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৪:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা ও ইফতার মাহফিল
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগাতিপাড়া শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত পেড়াবাড়িয়া দাখিল মাদরাসার হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগাতিপাড়া শাখার সেক্রেটারি আব্দুস সবুর বুলবুলের সঞ্চালনায় ও সংগঠনটির সভাপতি আব্দুল আজিজ লাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া শাখার আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন,নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ।
অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় প্রধান অতিথি বলেন, রাসুল (সা.) এই দুনিয়ায় এসেছিলেন কুরআনের শাসন কায়েম করতে। আমাদেরও জীবন বাজি রেখে হলেও আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ এবং দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আমরা আগে স্বাধীনভাবে একটু ইফতারও করতে পারি নাই, কথা বলতে পারি নাই। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটা আমাদের ধরে রাখতে হবে, আগে একদল সন্ত্রাসী চাঁদাবাজি করতো আর এখন একদল করে এর থেকে পরিত্রাণ পেতে হলে ইসলামী সুশাসনের কোন বিকল্প নাই।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন ইসলামপুর মাদ্রাসার সহকারী সুপারিন্টেন্ডেন্ট ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগাতিপাড়া শাখার দপ্তর সম্পাদক মাওলানা আবু সাইদ।