বাগাতিপাড়ায় পূজামন্ডপ পরিদর্শণ করলেন জামায়াত নেতারা

- আপডেট সময় : ০২:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় পূজামন্ডপ পরিদর্শণ করলেন জামায়াত নেতারা
নাটোরের বাগাতিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন দুর্গোৎসবে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করলেন জেলা-উপজেলা পর্যায়ের জামায়াত নেতারা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার দয়ারামপুর ও তার আশে-পাশের এলাকার মন্ডপ থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শণ করেন।
পরিদর্শনকালে জামায়াত নেতৃবৃন্দ মন্ডপগুলো ঘুরে ঘুরে দেখেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেন। নিরাপত্তা শংকা রয়েছে কিনা তার খোঁজ খবর নেন। এছাড়াও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনে জামায়াতের সহযোগিতার বিষয়ে উদযাপন কমিটির নেতাদেরকে আশ্বস্ত করেন জামায়াত নেতারা।
এসময় তারা মন্ডপগুলোতে রক্ষিত পরিদর্শণ বহিতে তাদের স্ব-স্ব মন্তব্য লিখে সাক্ষর করেন। পরিদর্শণ টিমে ছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ এর জামায়াতে ইসলামীর নির্ধারিত প্রার্থী নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মওলানা মো.আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আমির মওলানা একেএম আফজাল হোসেন, সাধারন সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ। এসময় ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মিঠু সরকার, সেক্রেটারি শাহীন আলমসহ জামায়াতের জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ তাদের সঙ্গে ছিলেন।