বাগাতিপাড়ায় নানা আয়োজনে দূর্নীতি বিরোধী দিবস পালিত
- আপডেট সময় : ০২:৩৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় নানা আয়োজনে দূর্নীতি বিরোধী দিবস পালিত
নাটোরের বাগাতিপাড়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। ‘দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেন। মানববন্ধন শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাগাতিপাড়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাহাবুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাম-মীম তাবাসসুম প্রভা। বিশেষ অতিথির বক্তব্য দেন এসিল্যান্ড সুরাইয়া মমতাজ, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম। এছাড়াও অন্যদের মধ্যে রাখেন, ছাত্রী হুমায়রা বিনতে শরীফ প্রমুখ। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।