বাগাতিপাড়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের এমডিকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা
![](https://channelanews.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ০৩:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের এমডিকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা
নাটোরের বাগাতিপাড়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা কৃষি খামারের দুর্নীতিগ্রস্থ খামার প্রধান শাহিন আলমকে অন্যত্র বদলি করায় এমডি খবির উদ্দিন মোল্লাকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে উপজেলার লোকমানপুর বাজারে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। লোকমানপুর গার্লস স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি বের করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন, উপজেলার পাঁকা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, থানা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক বিপ্লব, বিএনপি নেতা সোহেল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা কৃষি খামারের জমি এবছর নিয়ম বহির্ভুতভাবে ইনচার্জ শাহিন আলমের যোগসাজশে লিজ প্রদানের চেষ্টা হয়। এতে এলাকার সাধারণ কৃষকরা ক্ষুব্ধ হয়ে এমডিকে অভিযোগ জানালে এমডি খবির উদ্দিন তাৎক্ষণিক তদন্ত পূর্বক ওই ইনচার্জকে অন্যত্র বদলি করেন এবং পরবর্তীতে নিয়ম মেনে জমি লিজ প্রদান করার আশ্বাস দেন। এতে সাধাারন কৃষকরা আস্থা ফিরে পাওয়ায় এমডিকে অভিনন্দন জানিয়ে এই আয়োজন করেন।