বাগাতিপাড়ায় দিনের বেলায় বাড়ির তালা ভেঙ্গে চুরি
- আপডেট সময় : ০৩:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ৬১৮ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় দিনের বেলায় বাড়ির তালা ভেঙ্গে চুরি
নাটোরের বাগাতিপাড়ায় দিনের বেলায় বাড়ির তালা ভেঙ্গে নগদ অর্থসহ গহনা চুরির ঘটনা ঘটেছে। রোববার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বেগুনিয়া গ্রামের বাসিন্দা মেজবাহুর রহমান ওরফে তাপসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ তাপস জানান, শনিবার তার স্ত্রী সন্তানকে নিয়ে বোনের বাড়ি যান। বাড়িতে কেউ না থাকায় তিনি সকালে বাড়িঘরে তালা দিয়ে বাড়ির বাইরে যান। দুপুরে বাড়ি ফিরে প্রধান গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করে অন্যান্য ঘরের দরজার তালা ভাঙ্গা দেখতে পান। পরে ঘরে ঢুকে দেখেন তার ওয়ারড্রোপ থেকে নগদ অর্থ ও সোনা-রূপার গহনা খোয়া গেছে বলে দাবি করেন।
তিনি আরো জানান, এক মাসের মধ্যে ওই গ্রামে দুই-তিনটি বাইসাইকেল এবং দিনের বেলায় বাড়ির সামনে থেকে ওই গ্রামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল চুরি যায়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক জানান, রবিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।