বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

- আপডেট সময় : ০৯:২৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ২৫৫ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
নাটোরের বাগাতিপাড়ায় ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ শ্লোগানে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভুমি অফিসের আয়োজনে এই মেলা উপলক্ষে ভুমি অফিস প্রাঙ্গনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা।
পরে, উপজেলা ভুমি অফিসের সেবা গ্রহীতাদের বিশ্রামের জন্য নির্মিত “ঠিকানা” নামক কক্ষে ভুমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেমসহ ভুমি সংক্রান্ত নানা বিষয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান, সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ঠ দপ্তর সূত্রে জানা যায়, মেলার স্টলে ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে।