বাগাতিপাড়ায় তারুণ্যের উৎসব এর উদ্বোধন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় তারুণ্যের উৎসব এর উদ্বোধন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
নাটোরের বাগাতিপাড়ায় তারুণ্যের উৎসব ২০২৫ এর শুভ উদ্বোধন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় তারুণ্যের উৎসব ২০২৫ উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা। এ সময় একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
পরে দুপুর ২ টায় তারুণ্যের উৎসব কর্মপরিকল্পনার প্রস্তুতি উপলক্ষে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে এক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি সুরাইয়া মমতাজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা শিক্ষা অফিসার ডা. সাবরিনা এনাম, বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক শিরিন আক্তার সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান ও শিক্ষক, ছাত্র প্রতিনিধি মোনায়েম এবং সুধীজন।