সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ডেভিল হান্টে সাবেক উপজেলা চেয়ারম্যান গকুল আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৯:২৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৬৮৪ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় ডেভিল হান্টে সাবেক উপজেলা চেয়ারম্যান গকুল আটক
নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুলকে ডেভিল হান্টে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৭ মার্চ) ভোর ৬ টার দিকে তাকে উপজেলার ফাগুয়াড়াদিয়াড় ইউনিয়নের স্যানালপাড়ার তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। অহিদুল ইসলাম গকুল নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ছোট ভাই এবং নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্র (ওসি) রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে এই প্রতিবেদককে মুঠোফোনে জানান, ডেভিল হান্টের অভিযানে বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য এবং সাবেক স্থানীয় এমপির সহদর অহিদুল ইসলামকে ডেভিল হান্টে আটক করা হয়। পরে থানায় আইনি প্রক্রিয়া শেষে এদিন বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।