বাগাতিপাড়ায় জুয়ার আসর থেকে ৭ জোয়ারু আটক

- আপডেট সময় : ০২:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৯৭৪ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় জুয়ার আসর থেকে ৭ জোয়ারু আটক
নাটোরের বাগাতিপাড়ায় জুয়ার আসর থেকে সাত জোয়ারু কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার লোকমানপুর এলাকার মাঠের মধ্যে একটি আম বাগান থেকে তাদের আটক করা হয়। আটকরা হল- উপজেলার গালিমপুরের ফিরোজ সরকার (৫০), স্বরাপপুরের মিঠু প্রামানিক (৩৫), রিপন সরদার (৩৫), শিপন আলী (৩০), চকগোয়াশের রেজাউল (৪৩), লালপুরের পাচফুল ইসলাম (২৬), এবং রাজশাহীর চারঘাটের হৃদয় আলী (২৯)।
পুলিশ জানান, গোপন খবরে লোকমানপুর এলাকার মাঠের মধ্যে জুয়া খেলার তথ্য পেয়ে বাগাতিপাড়া থানা পুলিশের এসআই দুলাল সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে জুয়ার আসর থেকে সাত জোয়ারুকে আটক করা হয়। অভিযানের সময় সেখান থেকে জুয়া খেলার সামগ্রী, নগদ টাকা ও প্লাস্টিকের চট জব্দ করা হয়। আটকরা সবাই সেখানে তাসের জুয়া খেলছিল বলে জানায় পুলিশ।
সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এ ব্যাপারে জানান, আটোককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আগামীকাল বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।