বাগাতিপাড়ায় জামায়াতের ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন
- আপডেট সময় : ০২:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ২৫৭ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় জামায়াতের ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলার বাগাতিপাড়া শাখার কমিটি গঠন করা হয়েছে। রোকনদের ভোটের মাধ্যমে ২০২৫-২০২৬ সেশনে পূনরায় আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা এ কে এম আফজাল হোসেনে এবং শুরা ও কর্মপরিষদের পরামর্শক্রমে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জাকির হোসেন। এছাড়াও জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া শাখার নায়েব আমির নির্বাচিত হলেন আনোয়ার হোসেন মুজাহিদ। অনন্যদের মধ্যে কর্মপরিষদের সদস্য হলেন, মমতাজ আলী সরকার, আব্দুর রব,আব্দুল আজিজ, মাওলানা শামসুদ্দিন, গোলাম মোস্তফা, মাওলানা জাহিদুল ইসলাম এবং শুরা সদস্য হলেন হাফেজ জহুরুল ইসলাম।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদরাসা হলরুমে মজলিসে শুরা ও কর্মপরিষদের সভায় এই কমিটি গঠন করা হয়।
মজলিসে শুরা ও কর্মপরিষদের সভায় উপজেলা আমীর মাওলানা আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলার আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। জামায়াতে ইসলামীর নাটোর জেলার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা দপ্তর সম্পাদক মোস্তাফিজ রহমান, জেলা পেশাজীবি বিষয়ক সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান।