বাগাতিপাড়ায় জাতীয় সমবায় দিবসে র্যালী, আলোচনা সভা ও চেক প্রদান
- আপডেট সময় : ০৯:২৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় জাতীয় সমবায় দিবসে র্যালী, আলোচনা সভা ও চেক প্রদান
নাটোরের বাগাতিপাড়ায় ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের বড়াল সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবির তিতাসের সভাপতিত্বে আলোসচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সদস্য ও উদ্যোক্তা যুবসমাজ প্রমূখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সমবায় ভিত্তিক নানাব্যবস্থা ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর, কারণ সমবায় সবসময় নিরন্ন মানুষের কথা বলে।
আলোচনা সভা শেষে গাভী উন্নয়ন প্রকল্প থেকে ১৫ জন নারী সমবায়ির মাঝে ১ লক্ষ টাকা করে মোট ১৫ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।