বাগাতিপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা
- আপডেট সময় : ১২:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা
নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে উপজেলা পরিষদের বড়াল সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম লেলিন প্রমুখ। এছাড়া এ সময় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সচিব, হিসাব সহকারী, তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।