বাগাতিপাড়ায় জাতীয় ছাত্র সংহতি দিবস পালন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৫২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় জাতীয় ছাত্র সংহতি দিবস পালন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের জন্য ফ্যাসিবাদবিরোধী সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে “জাতীয় ছাত্র সংহতি দিবস” পালন করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার মালঞ্চি বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাগাতিপাড়ায় ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদের সঞ্চালনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগাতিপাড়া ছাত্র প্রতিনিধি ইয়াহিয়া, সাফাত, মোনায়েম, আশিক বক্তব্য রাখেন।
এছাড়াও অনন্য ছাত্র সংগঠনে মধ্যে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকার, সেক্রেটারি শাহিন আলম, ছাত্রদলের থানার যুগ্ম আহবায়ক লিটন আলী, পৌর আহবায়ক মোতালেব আলী পান্না, বাগাতিপাড়া পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক মুরশেদ রহমান,
ওলামা ত্বলাবা আইয়ামে পরিষদের সাংগঠনিক সম্পাদক মাসুম বিলালসহ ছাত্রশিবির ও ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতারা।
উল্লেখ, গত ২৫ নভেম্বর সোমবার রাতে বাংলামোটরে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে সপ্তাহ ব্যাপি জাতীয় ছাত্র সংহতি দিবস পালনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আবদুল্লা।