বাগাতিপাড়ায় চিত্রাংকণ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান

- আপডেট সময় : ০২:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় চিত্রাংকণ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান
নাটোরের বাগাতিপাড়ায় তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে স্কুল ও কলেজ পর্যায়ের চিত্রাংকণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় প্রতিযোগিতা শেষে বড়াল সভা কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় সেখানে সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, সহকারি শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম মন্ডল, সহকারি শিক্ষা অফিসার রতন কুমার পাল, ছাত্র প্রতিনিধিদের মধ্যে মোনায়েম ইসলাম রুমি, ইমদাদুল হক শুভ, ফজলে রাব্বিসহ অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এর আগে কর্মশালা, ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।