বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

- আপডেট সময় : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১২১৭ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা
নাটোরের বাগাতিপাড়ায় জায়েদা বেগম (৪০) নামের এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত জায়েদা ওই এলাকার রাশেদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, সোমবার দুপুরে জায়েদা পাশের বাড়ির একজন মহিলাকে জড়িয়ে ধরে কান্না জনিত কন্ঠে তার মেয়েকে দেখে রাখার কথা বলেন। এর কিছুক্ষণ পরেই তিনি বমি করতে শুরু করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তখন তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান তারা। পরে নাটোর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এদিন সকালে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
মৃত জায়েদার ভাই তরিকুল ইসলাম বলেন, তার ভগ্নিপতি মাঝেমধ্যেই তার বোনকে মারধর করতো। সোমবার সকালেও মারার কারণেই তার বোন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে তার দাবি।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মৃত গৃহবধূর লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান ওসি রফিকুল ইসলাম।