বাগাতিপাড়ায় গোরস্থানের কমিটি নিয়ে দু’পক্ষের মারামারি, আহত ৫!
- আপডেট সময় : ১২:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৬০৪ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় গোরস্থানের কমিটি নিয়ে দু’পক্ষের মারামারি, আহত ৫!
নাটোরের বাগাতিপাড়ায় গোরস্থানের কমিটি গঠন নিয়ে স্থানীয় দু’পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। শনিবার রাত নয়টার দিকে জামনগর ইউনিয়নের বাজিতপুর বাজারে এই মারামারি হয়। এঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, প্রায় ১৫ দিন আগে বাজিতপুর পূর্বপাড়া গোরস্থানের কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি গঠনের জেরে গত শনিবার রাতে দু’পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এতে আহত হয় বাজিতপুর এলাকার বিরাজ মন্ডলের ছেলে মনির হোসেন (৩৮), সিরাজ মন্ডলের ছেলে সেলিম মন্ডল (৩৬), মৃত জবেদ আলীর ছেলে বাবুল হোসেন (৪৭), গোলাম রসুলের ছেলে দেলোয়ার হোসেন (৪৩) এবং মৃত আমের আলীর ছেলে নবাব আলী (৫৬)। পরে ওই রাতেই তাদের বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।