বাগাতিপাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সেনাবাহিনী

- আপডেট সময় : ০৮:১৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৪৪২ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সেনাবাহিনী
নাটোরের বাগাতিপাড়ায় ৭০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ আনোয়ার হোসেন (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশে দিয়েছে সেনাবাহিনীর এক দল। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের শাহ পাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন ওই এলাকার মৃত কমল উদ্দিন শাহ এর ছেলে।
সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে জামনগরের শাহ পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় সেনাবাহিনীর এসপি রেজিস্ট্রেশনের ১১ জনের একটি দল। সময় ওই এলাকার মোঃ আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আনোয়ারকে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে সূত্রে জানা যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করে রোববার (৬ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বাগাতিপাড়া মডেল থানা সূত্রে জানা গেছে।