বাগাতিপাড়ায় এক চেয়ারম্যান প্রার্থীর ওপর অপর প্রার্থীর সমর্থকের হামলার অভিযোগ!
- আপডেট সময় : ০৬:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৩৭৬ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় এক চেয়ারম্যান প্রার্থীর ওপর অপর প্রার্থীর সমর্থকের হামলার অভিযোগ!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় অপর প্রার্থীর সমর্থকের হামলায় আহত হয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক। স্থানীয়দের সহযোগিতায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বুধবার (১ মে) রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক উপজেলার ৫ নং ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের সাইলকোনা গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন বলে জানা গেছে।
আহত মানিকের ভাই ফাগুয়াড় দিয়াড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম লেলিন ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পরে জাহাঙ্গীর হোসেন মানিক সোনাপুর বাজারে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় আরেক চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফের কর্মী-সমর্থকরা আকস্মিকভাবে তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, আহত জাহাঙ্গীর হোসেন মানিক বর্তমানে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।