বাগাতিপাড়ায় এক গৃহবধূর আত্মহত্যা

- আপডেট সময় : ১২:৩২:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ৭০০ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় এক গৃহবধূর আত্মহত্যা
নাটোরের বাগাতিপাড়ায় অভিমান করে রাত্রি খাতুন (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার উত্তর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (৯ জুন) সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। মৃত রাত্রী খাতুন ওই এলাকার কামরুল ইসলাম কামালের স্ত্রী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে খাবার খাওয়ার পর স্বামী ও স্ত্রী দুজনে একই ঘরে ঘুমিয়ে যান। পরে রাত আনুমানিক একটার দিকে কামরুল ইসলাম হঠাৎ ঘুম থেকে জাগা পেয়ে ঘরের আড়ার সাথে স্ত্রীকে ঝুলতে দেখে চিৎকার দিয়ে ওঠেন। পরে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) মোহাঃ মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে গৃহবধূ রাত্রী খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়। গৃহবধূ রাত্রী খাতুন কেন আত্মহত্যা করেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।