বাগাতিপাড়ায় উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে দয়ারামপুর ইউনিয়ন পরিষদ!
- আপডেট সময় : ১১:৪৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে দয়ারামপুর ইউনিয়ন পরিষদ!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ১ কোটি ১৮ লক্ষ ৪৭ হাজার ১১৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে উপজেলার ৪নং দয়ারামপুর ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার (২৮ মে) দুপুরে ইউনিয়ন পরিষদে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে পরিষদের চেয়ারম্যান মাহাবুব ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন।
ইউপি সচিব অনুপ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল ইসলাম প্রমূখ।
এছাড়াও ওই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বাগাতিপাড়া স্মার্ট ক্লাবের সভাপতি এ, এস, এম, আল-আফতাব খান সুইট ও যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ আরও অনেকে উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।