বাগাতিপাড়ায় ইয়াবা সহ উপসহকারী কৃষি কর্মকর্তা সহযোগীসহ আটক!
- আপডেট সময় : ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১০৯১ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় ইয়াবা সহ উপসহকারী কৃষি কর্মকর্তা সহযোগীসহ আটক!
বাগাতিপাড়া, (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ও তার এক সহযোগী কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা চত্বরে ওই উপসহকারী কৃষি কর্মকর্তার ভাড়া বাসা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, রাজশাহীর চারঘাট উপজেলার হাবিবপুর গ্রামের হোসেন আলীর ছেলে মোঃ কাওসার আহম্মেদ। সে বাগাতিপাড়া উপজেলা কৃষি দপ্তরে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত বলে যানা গেছে। অপরজন তার সহযোগী একই উপজেলার নিমপাড়ার গ্রামের আবুল কালামের ছেলে মাসুদ আলী। সে পেশায় একজন ভ্যান চালক।
স্থানীয়রা জানান, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ কাওসার আহম্মেদ বেশ কয়েক মাস যাবৎ বাগাতিপাড়া উপজেলা চত্বর এলাকার আজাহার আলী ওরফে আদুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ আজাহার আলী ওরফে আদুর বাড়িতে অভিযান চালিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা কাওসার ও তার সহযোগী মাসুদ কে ২০ পিচ ইয়াবা সহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় জানান, ঘটনাটি তিনি জানার পরে তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন। তিনি জানান, এই ঘটনা যদি সত্য হয় তাহলে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিধিমোতাবেক দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।