বাগাতিপাড়ায় আহত ও শহিদ ছাত্র-জনতার স্মরণে আলোচনা সভা
- আপডেট সময় : ১১:০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় আহত ও শহিদ ছাত্র-জনতার স্মরণে আলোচনা সভা
নাটোরের বাগাতিপাড়ায় ২০২৪ এর জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা এবং আহতদের মাঝে চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে মৎস সম্প্রসারন কর্মকর্তা এস বি সাত্তারের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক,বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক, ছাত্র প্রতিনিধি মোনায়েম, ইয়াহিয়া, আশিকুর ও সাফাত। এছাড়াও গত ৪আগস্টের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের এনায়েতপুরে আন্দোলনে বুলেটে এক চোখের দৃষ্টি হারনো আব্দুল্লাহ আল বাকী মিঠু।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা সাদ্দাম হোসেন, বিআরডিবি কর্মকর্তা প্রশান্ত, আহত ব্যাক্তিদের পরিবারের সদস্য, ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের প্রান বাগাতিপাড়ার সকল স্তরের ছাত্ররাসহ স্থানীয় সাংবাদিকরা।
শুরুতেই ২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম জুবায়েরের কুরআন তেলায়ত এবং দোয়ার মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়। পরিশেষে আহত পরিবারের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।