বাগাতিপাড়ায় অনেক দূরে কাজে যাওয়ার কথা বলে গাছি বাড়ি ফিরল লাশ হয়ে
- আপডেট সময় : ১১:০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৩৫৮ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় অনেক দূরে কাজে যাওয়ার কথা বলে গাছি বাড়ি ফিরল লাশ হয়ে
নাটোরের বাগাতিপাড়ায় অনেক দূরে কাজে যাওয়ার কথা বলে বাড়িত থেকে বেড়িয়ে ৬৫ বছরের গাছি সলিম উদ্দিন ফিরলেন লাশ হয়ে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় চিথলিয়া গ্রামের জনৈক সেকেনের নারিকেল গাছ ঝুড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। নিহত সলিম উদ্দিন বাগাতিপাড়া উপজেলার ১ং পাঁকা ইউনিয়েনের মালিগাছা নীমতলা গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, সলিম উদ্দিন বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে খাওয়া দাওয়া করে সকাল ৬টার দিকে কাজে যাওয়ার সময় তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আজ অনেক দূরে যাবো। এরপর সকাল ১০টার দিকে পরিবারের লোকজন জানতে পান নারিকেল গাছ ঝুড়তে গিয়ে সলিম উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারিকেল গাছের উপরে ঝুলে আছেন।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার দিকে সলিম উদ্দিন উপজেলার বড় চিথলিয়া গ্রামের সেকেনের নারিকেল গাছ পরিষ্কার করার জন্য গাছে উঠে হাতের হাসুয়া দিয়ে নারিকেল গাছে ডালে কোপ দেওয়ায় গাছের ডালটি বৈদ্যুতিক তারের উপর পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই সলিমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ দয়ারামপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। এ সময় প্রায় দেড় ঘন্টা গাছের উপর ঝুলতে থাকে সলিম উদ্দিন এর মরদেহ। পরে ফায়ার সার্ভিস এর টিম এসে নিহত সলিম এর মর দেহ নারিকেল গাছ থেকে মাটিতে নামায়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। মরদেহটির প্রাথমিক সুরাৎহাল শেষে নিশ্চিত হওয়া যায় বিদ্যুৎস্পৃষ্টে সলিম উদ্দিনের মৃত্যু হয়েছে। নিহতের ছেলের বা পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।