বাগমারা থেকে হারানো মাইক্রোকার চারঘাট থেকে উদ্ধার
- আপডেট সময় : ০২:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
বাগমারা থেকে হারানো মাইক্রোকার চারঘাট থেকে উদ্ধার
রাজশাহীর বাগমারার উপজেলার মচমইল বাজার থেকে হারানো মাইক্রোকারটি চারঘাট থেকে উদ্ধার করেছে বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সন্ধা ৬ ঘটিকার সময় বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আকরাম আলীর নির্দেশনায় এস আই উৎপল কুমারে অক্লান্ত পরিশ্রমের ফলে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চারঘাট থানাধীন জাইগীর পাড়া থেকে মাইক্রোকারটি উদ্ধার করা হয়েছে।
মাইক্রোকারে মালিক মুঃ মুহাইমিন আল রাজী জানান, গত ১০ অক্টোবর বিকেল ৪ টার দিকে বাগমারা উপজেলা মচমইল মাছ বাজারের পাশে থেকে মাইক্রোকারটি হারিয়ে যায়। পরে বাগমারা থানায় একটি সাধারন ডায়েরি করেন ডায়রি নাং-১৬৪০ তারিখ-৩১/১০/২৪ গাডিটির রেজি না-ঢাকা মেট্রো-গ ২৮-৭০৬৭ চেসিস নাং-NHP10-৬২২১০৮৩ ইঞ্জিল নাং-INZ ৬৮৬৯৩২৮
সেই জিডির পরিপ্রেক্ষিতে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নির্দেশনায় ও এস আই উৎপল কুমার সঙ্গী ফোর্স সহ সকলের সহযোগিতায় মাইক্রোকারটি উদ্ধার করা হয়েছে। মাইক্রোকারে মালিক মুঃ মুহাইমিন আল রাজী হারানো মাইক্রোকারটি দ্রুত সময়ের মধ্যে হাতে পেয়ে অত্যন্ত আনন্দিত। মাইক্রোকারটি পেয়ে তিনি হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ সকল পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।