বাগমারায় মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ
- আপডেট সময় : ০৩:২১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
বাগমারায় মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ
রাজশাহীর বাগমারায় উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া মহাবিদ্যালয় মাঠে এক দিন ব্যাপি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে। এবং দুইটা থেকে সুধী ও কর্মী সমাবেশ ও ইসলামি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল হতে আগত বিশেষজ্ঞ ডাক্তারগণের সমন্বয়ে বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের সকল ধরণের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শিশু বিশেষজ্ঞ ও অধ্যাপক ডাঃ মোঃ আলমগীর হোসেন এমবিবিএস এবং হাটগাঙ্গোপাড়া কারিগরি বিএম কলেজের ইংরেজি প্রভাষক ও গোবিন্দপাড়া ইউনিয়নের জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ বাবুল হোসাইন।
সার্বিক সহযোগিতায় ছিলেন, উদীয়মান তরুণ সংঘ গোবিন্দপাড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়েত ইসলাম, বাহার আলী ফাউন্ডেশন, জান্নাত মানবকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংস্থা, তালপত্র ফাউন্ডেশন, আলোর দিশারী ফাউন্ডেশন, ফালাহুল মুসলিমিন ও কিশোর কন্ঠ ফাউন্ডেশন।