বাগমারায় পুকুর থেকে স্কুল ছাত্রের লা/শ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা
- আপডেট সময় : ০৪:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
বাগমারায় পুকুর থেকে স্কুল ছাত্রের লা/শ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা
রাজশাহীর বাগমারায় একটি পুকুর থেকে ইয়ামিন ইসলাম সবুজ নামে ১৬ বছর বয়সী এক স্কুল ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার কাষ্টনাংলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় পুকুরের ধার থেকে একটি লোহার রড ও একটি চিকন চেইন পাওয়া গেছে। এর আগে শুক্রবার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে নিখোঁজ ছিল সে। পরিবার ও স্থানীয়দের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গুম করার জন্য পুকুরে ফেলে দেওয়া হয়। নিহত ইয়ামিন ইসলাম সবুজ একই উপজেলার মাধনগর গ্রামের আবদুর রাজ্জাকের একমাত্র ছেলে ও মাধনগর হাইস্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয়রা জানায়, কাষ্টনাংলা গ্রামের আকরাম হোসেনের নবম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে সবুজের প্রেমের সম্পর্ক ছিল। এরই জেরে সবুজকে এর আগেও মেরে আহত করেছিল আকরাম হোসেন ও তার লোকজন। সবুজকে এমনকি বিভিন্ন সময় প্রাণে মেরে ফেলার হুমকিও দিত তারা। এবিষয়ে জানার জন্য আকরাম হোসেনের বাড়িতে গেলে সেখানে তাকে এবং তার পরিবারের কোনো সদস্যকেই পাওয়া যায়নি।
সবুজের মা-বাবা কান্নাজড়িত কন্ঠে বলেন, শুক্রবার রাত নয়’টার দিকে মোবাইল ফোনে সবুজকে ডেকে নেয়া হয়। এরপর থেকে নিখোঁজ ছিল সবুজ। ছেলের হত্যাকারীদের কঠিন শাস্তির দাবী করেন তারা।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম স্কুল ছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিক সুরাৎহালে নিহতের চোখে ও গলায় জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই সঠিকভাবে জানা যাবে। তবে এবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বলেও জানান তিনি।