সংবাদ শিরোনাম ::
বাগমারায় আগুনে বসতবাড়ি পুড়ে ছাই
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৪:২৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
বাগমারায় আগুনে বসতবাড়ি পুড়ে ছাই
রাজশাহীর বাগমারায় বিদ্যুতের শটসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে একটি বসতবাড়ি। শুক্রবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে এগাটার দিকে উপজেলার নরদাশ ইউনিয়নের বেনিপুর পূর্ব পাড়া এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ড ওই পরিবারের অন্তত ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে হঠাৎ করে ফজলুর রহমানের বাড়িতে আগুন লেগে যায়। মুহুর্তে তা পুরো বাড়ির ছড়িয়ে পড়ে। দীর্ঘ প্রায় এক ঘন্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসলেও সকল আসবাবপত্র পুড়ে শেষ হয়ে যায়।
বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মেহেদী হাসান তুহিন বলেন, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।