বাউয়েটে ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনামূলক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৫৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
বাউয়েটে ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনামূলক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘ক্যাম্পাস টু করপোরেটঃ ব্রেকিং ব্যারিয়ার্স এন্ড বিল্ডিং ড্রিমস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার (১৪ মে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান।
এসময় প্রধান অতিথি বলেন, “বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে বিভিন্ন বাধা পেরিয়ে শিক্ষার্থীদের কাঙ্খিত লক্ষে পৌঁছানোর জন্য এই ধরনের ওয়ার্কশপ ও সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর সহকারি অধ্যাপক মোঃ ফয়সাল হাসান। স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ফিট ফর লাইফ এর ফাউন্ডার এবং সিইও মোঃ মিজানুর রহমান এবং বাউয়েটের প্রাক্তন শিক্ষার্থী সেলিস্টা বাংলাদেশ এর ফাউন্ডার মোঃ আবু সাঈদ সিজান। সেমিনারে বাস্তব জীবনের অভিজ্ঞতা ও গল্প, সফলতার চাবিকাঠি, জীবনমূখী শিক্ষা, নেটওয়ার্কিং এবং মেন্টরশিপসহ বিভিন্ন বিষয়ে জানার সুযোগ হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহকারি অধ্যাপক সায়মা আশরাফী, বাউয়েটের ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক মো. আশরাফুল ইসলাম, বিভাগীয় শিক্ষকমণ্ডলী এবং ছাত্র-ছাত্রীগণ। অনুষ্ঠানের শেষে কী-নোট বক্তাদের সম্মাননা স্মারক এবং সেমিনারে অংশগ্রহণকারীদের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ নাহিদ হাসান এবং শাহনাজ মুন্নী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও হেড সায়মা আশরাফী।