বরকলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা

- আপডেট সময় : ০৩:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ ২৭২ বার পড়া হয়েছে
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির বরকলে আলোচনাসভা এবং উপজেলা যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সস্পাদক সন্তোষ কুমার চাকমা।
বরকল উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, রাঙ্গামাটি পৌরসভা মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সুজন বড়ুয়া প্রমূখ।
আলোচনাসভা শেষে উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।