বন্ধ হয়ে গেলো আজিমনগর রেলস্টেশন!
- আপডেট সময় : ০৩:০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ ৫২৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ ডেস্কঃ
যেসব এলাকায় রেলস্টেশন বন্ধ হয়ে আছে সেগুলো চালুর দাবি করে আসছে সেসব এলাকার বাসিন্দারা। অথচ জনবল সংকট দেখিয়ে দেশের আরো চারটি রেলস্টেশনের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
এরমধ্যে নাটোরের লালপুরের আজিমনগর (সাবেক গোপলপুর স্টেশন) রেলস্টেশনেরও সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আজিমনগর সহ দেশের ৪টি রেলস্টেশনের সকল কার্যক্রম বন্ধের ঘোষনা করা হয়।
আজিমনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার মুস্তাফিজুর রহমান নাঈম স্টেশন বন্ধের সত্যতা নিশ্চিত করে জানান, জনবল সংকটের কারণে বৃহস্পতিবার সারা দেশের ৪টি স্টেশনের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর মধ্যে স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যান না থাকায় আজিমনগর রেলওয়ে স্টেশনের কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে।
উল্লেখ্য, জনবল এর সংকট দেখিয়ে নাটোর জেলার মধ্যেকার ১২ টি রেলস্টেশনের মধ্যে বীরকুৎসা, নলডাজ্ঞা, বাসুদেবপুর, ইয়াছিনপুর, মালঞ্চি ও লোকমানপুর এই ৬টির কার্যক্রম বহু আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবার বন্ধ করা হলো আজিমনগর রেলস্টেশনের কার্যক্রম।
ব্রিটিশ আমলের এই ঐতহ্যবহি রেলস্টেশনটির কার্যক্রম বন্ধ ঘোষনা করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয় ব্যক্ত করে জনগুরুত্বপুর্ন রেলস্টেশনটি পুনরায় চালুর দাবি করেন স্থানীয় এলাকাবাসী।