বড়াইগ্রামে বসত বাড়িতে অগ্নিকান্ডে শিশু নিহত, ৬টি বসত ঘর ভস্মিভুত!
- আপডেট সময় : ১২:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
বড়াইগ্রামে বসত বাড়িতে অগ্নিকান্ডে শিশু নিহত, ৬টি বসত ঘর ভস্মিভুত!
নাটোরের বড়াইগ্রামে বসত বাড়িতে লাগা আগুনে ৬টি বসত ঘর ভস্মিভুতসহ আগুনে পুড়ে আলিজা খাতুন নামে এক বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। আলিজা খাতুন ওই এলাকার আলতাফ হোসেনের মেয়ে।
বনপাড়া ফায়ার স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হয়। এতে তার ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে এক বছর বয়সী শিশু আলিজা খাতুন আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ২৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
ক্ষতিগ্রস্থ কায়েস মোল্লা বলেন, আগুন আমার সব শেষ করে দিল। আমার প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।