বড়াইগ্রামে দুই ইট ভাটায় আড়াই লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ১২:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
বড়াইগ্রামে দুই ইট ভাটায় আড়াই লাখ টাকা জরিমানা
নাটোরের বড়াইগ্রামে দুই ইট ভাটায় আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ধানাইদহ এলাকায় আরএস ব্রিক্স এ দেড় লাখ এবং আটঘড়ি এলাকায় কলমতার ব্রিক্স-এ এক লাখ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ওই আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পরিবেশ বিধিমালা লংঘনের অভিযোগে সেনাবাহির সহায়তায় ওই দুই ইট ভাটায় অভিযান চালায় আদালত। এসময় আরএস ব্রিক্সের মালিক ইকবাল হোসেন রাজু অনুপস্থিত থাকায় তার ম্যানেজার সোহেল রানা জরিমানার টাকা পরিশোধ করেন। অপরদিকে কলমতার ব্রিক্স-এ মালিক আলী নিজেই উপস্থিত থেকে জরিমানার টাকা পরিশোধ করেন। একই সাথে ভবিষ্যতে আইন মেনে চলার প্রতিশ্রুতি দেন।
সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবেন।